১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন সেনা প্রধান
৫, সেপ্টেম্বর, ২০২১, ৮:৪২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঢাকা অফিসঃ

আজ শনিবার ৪ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস. এম. শফিউদ্দিন আহমেদ ৩ দিনের সরকারী সফরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এই সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান।

এদিকে সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এ সময় তিনি ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করবেন।

এছাড়াও সফরকালে তিনি ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী বুধবার (৮ সেপ্টেম্বর) সেনা প্রধান দেশে প্রত্যাবর্তন করবেন।