১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিশেষ সংবাদ, ময়মনসিংহ ময়মনসিংহে কালজয়ী চলচ্চিত্র নায়ক সালমান শাহর ২৫ তম মৃত্যুবার্ষিকীতে র‍্যালী, মাক্স বিতরণ মানববন্ধন ও  মিলাদ অনুষ্ঠিত।।  
৬, সেপ্টেম্বর, ২০২১, ৭:২৩ অপরাহ্ণ - প্রতিনিধি:
মারুফ হোসেন কমলঃ
কালজয়ী চিত্রনায়ক সালমান শাহ রহস্যজনক মৃত্যুর পর কেটে গেছে ২৫ বছর। তবু কোটি ভক্তের হৃদয়ে তাকে ঘিরে ভালোবাসা এতোটুকু কমেনি। বাংলা চলচ্চিত্রের এই মহানায়কের মৃত্যু রহস্যের কিনারা হয়নি আজও।
সম্প্রতি পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পিবিআই সালমান শাহ’র মৃত্যু নিয়ে দীর্ঘ  দিন তদন্তের প্রতিবেদন প্রকাশ্যে এনেছে। কিন্তু এই প্রতিবেদনে সত্যের প্রতিফলন ঘটেনি দাবি করে পুনঃতদন্তের দাবিতে আন্দোলনে সরব রয়েছে তাঁর অগণিত ভক্ত। আজ  ০৬/০৯/২১ সালমান ভক্তরা ময়মনসিংহ চরপাড়া পুরাতন জনতা ব্যাংকের সামনে এক মানববন্ধন মাক্স বিতরণ  র‍্যালি কর্মসূচিতে
তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচনে ২৮টি যুক্তিও তুলে ধরেছেন ময়মনসিংহ সালমান শাহ্‌ ফ্যান গ্রুপের প্রতিষ্ঠাতা  মোঃ রাজ মাহমুদ মেঘনা।
ময়মনসিংহ সালমান শাহ্‌ ফ্যান গ্রুপের এর  আয়োজিত মানবন্ধন ও মিছিলটিতে সর্বস্তরের মানুষের বিপুল অংশগ্রহণসহ  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনটি বিকেল  ৪-৩০ থেকে ৫-৩০ পর্যন্ত করা হয়। মানববন্ধন  র‍্যালী ও  মিছিলটি চরপাড়া মোড় হইতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল হয়ে শেষ হয়।
মানববন্ধন, র‍্যালী ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান শাহ্‌ ভক্তকান্ডারী এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর  ফজলুল হক উজ্জ্বল।
প্রচারেঃসালমান শাহ ভক্তগন চরপাড়া ময়মনসিংহ, সৌজন্যে মোঃ রাজ মাহমুদ মেঘলা