তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচনে ২৮টি যুক্তিও তুলে ধরেছেন ময়মনসিংহ সালমান শাহ্ ফ্যান গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ রাজ মাহমুদ মেঘনা।
ময়মনসিংহ সালমান শাহ্ ফ্যান গ্রুপের এর আয়োজিত মানবন্ধন ও মিছিলটিতে সর্বস্তরের মানুষের বিপুল অংশগ্রহণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনটি বিকেল ৪-৩০ থেকে ৫-৩০ পর্যন্ত করা হয়। মানববন্ধন র্যালী ও মিছিলটি চরপাড়া মোড় হইতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল হয়ে শেষ হয়।