১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা নরসিংদীতে পাঁচ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি নুসরাত তামান্না বুবলী।।
১১, সেপ্টেম্বর, ২০২১, ১০:২২ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ঢাকা অফিসঃ “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন”- এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী পৌরসভার প্রয়াত মেয়র জনবন্ধু লোকমান হোসেন এর বাড়িতে ফুল, ফল, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

জলবায়ু ট্রাস্ট এর অর্থায়নে ২০২০-২১ অর্থবছরের সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত পাঁচ হাজার চারা বিনামূল্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনবন্ধু খ্যাত নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেন এর সহধর্মিণী ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী এমপি।

গাছের চারা বিতরণকালে নরসিংদী বন বিভাগের কর্মকর্তা মো: আব্দুর রশিদ, আব্দুস ছালাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পরিবেশবাদী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও চারা বিতরণকালে উপস্থিত ছিলেন।

সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বন বিভাগের উদ্যোগে চারা বিতরণর যে কার্যক্রম গ্রহণ করেছেন তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। একটি দেশের মোট ভূমির ২৫ শতাংশ বনভূমি থাকা উচিত। সরকার সেই লক্ষ্যে দেশজুড়ে ব্যাপকভাবে বৃক্ষরোপন কার্যক্রম গ্রহণ করেছে।
তারই ধারাবাহিকতায় নরসিংদীতে মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তামান্না নুসরাত বুবলী এমপি বলেন,

মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষে ১ কোটি ফলদ,বনজ ও ভেষজ গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার নির্দেশনা মোতাবেক জাতির পিতার আদর্শের উত্তরাধিকার হিসেবে
জলবায়ু ট্রাস্ট এর অর্থায়নে ২০২০-২১ অর্থছরের মাননীয় সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ৫০০০(পাঁচ হাজার) টি চারা আমি বিনা মূল্যে বিতরণ করেছি।