স্টাফ রিপোর্টারঃ
বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে ৫৪৪ দিন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ ১২ সেপ্টেম্বর রবিবার খোলে দেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মূখর পরিবেশ বিরাজমান। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রানের স্পন্দন অনুভব করছে।আহা কি আনন্দ আর আনন্দ।
ঘড়ির কাটায় তখন সকাল ৯টা ৪৫ মিনিট, শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য ফুল নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হাজির হন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন ।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণসহ আরো অনেকে।
ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে তাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে স্বাগত জানানো হয়।