৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, সারা বাংলা ডিসেম্বরের শেষ নাগাদ ই-পাসপোর্ট – স্বরাষ্ট্রমন্ত্রী
৩, নভেম্বর, ২০১৯, ৯:২১ অপরাহ্ণ -

চীফ রিপোর্টারঃ

ডিসেম্বরের শেষ নাগাদ ই-পাসপোর্ট চালু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, জার্মানির একটি কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তারা খুব দ্রুততম সময়ের মধ্যে ই-পাসপোর্ট এর কাজ শেষ করবে। আমরা আশা করছি এ বছরের শেষ নাগাদ অর্থাৎ আগামী মাসের শেষ নাগাদ আমরা ই-পাসপোর্ট পাসপোর্ট দিতে পারব।

রোববার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয় ভিত্তিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

এসময় সংগঠনের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে যোগদানের আগে আমরা ডোপ টেস্ট ইতোমধ্যে শুরু করেছি। বৃহৎ পরিসরে খুব তাড়াতাড়ি শুরু হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সিভিল সার্জনকে বলেছি সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী যেকোনো পরীক্ষা করতে গেলে মাদক সংক্রান্ত ডোপ টেস্ট তাদের করে ফেলতে হবে।

সাগর রুনির বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাইকোর্ট এ বিষয়ে প্রতিবেদন তৈরির দায়িত্ব দিয়েছিল র্যা বকে। তারা তাদের দায়িত্ব পালন করছে, আমি যতদূর জানি তারা খুব তাড়াতাড়ি একটা প্রতিবেদন দাখিল করবে।

গণমাধ্যমকর্মীদের সচিবালয়ে পাসপোর্ট করা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের পাসপোর্ট সচিবালয়ে হবে। আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। আমাদের মন্ত্রণালয়ের সচিব এটা নিয়ে কাজ করছে, হয়তো খুব দ্রুতই এরকম নির্দেশনা আপনারা পাবেন।

ছবি, সংগৃহীত