বিশেষ প্রতিনিধি, শেরপুরঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) -এর সার্বিক সহযোগিতায় আন্তজার্তিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ ১৫/০৯/২০২১ বুধবার শেরপুরে মাস্ক বিতরন কর্মসূচী পালন করা হয়েছে। বিকেলে শহরের প্রাণকেন্দ্র শহীদ বুলবুল সড়কে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম-শেরপুর -এর উদ্যোগে সাধারণ পথচারী এবং ব্যবসায়ীদের মাঝে এসব মাস্ক বিতরন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম, শেরপুর-এর উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম শেরপুরের সভাপতি ও জেলা আওয়ালীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন, সহ-সভাপতি শামীম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক লিপি আক্তার, কোষাধ্যক্ষ ও জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, দপ্তর সম্পাদক রুমা সাহা, প্রচার সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান প্রমুখ।
মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ শহরের শহীদ বুলবুল সড়ক এলাকায় ব্যবসায়ী, পথচারী,রিক্সাওয়ালা ও ক্রেতাসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সময়োপযোগী উদ্যোগের সুধীসমাজ ভূয়সী প্রশংসা করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল