ময়মনসিংহ অফিসঃ মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম,ময়মনসিংহ -এর উদ্যোগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস-২০২১ উপলক্ষ্যে
“দৈনন্দিন জীবনে আমি কিভাবে গনতন্ত্র চর্চা করি”- এই প্রতিপাদ্যের আলোকে ১৫-০৯-২০২১রোজ বুধবার দিবাগত রাত ৮ ঘটিকা থেকে থেকে শুরু হয়ে দুই ঘন্টাধিক সময় জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভা চলমান থাকে।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫/০৯/২০২১ বুধবার রাত ৮ টায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম,ময়মনসিংহ -এর সভাপতি সুমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায়বএক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম- আহবায়ক এ কে এম মাহবুবুল আলম,জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন পারভীন,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষাণী, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সালেমা সিদ্দিকা খাতুন জেসমিন,জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অধ্যাপক তাসলিমা বেগম লাভলী, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ উদ্দিন বক্তব্য রাখেন।
মাল্টি-পার্টি এডভোকেসি ফোরামের এনামুল হক মন্ডল শাহীন, তাসলিমা রুমী,ফারিয়া তাসনিম তিথী, মাহমুদা হোসেন মলি,ফৌজিয়া ইশরাত ফ্লোরা, শারমীন আক্তার লাকীও প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহের রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার ও কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক অদ্যকার বিষয়বস্তুর আলোকে সবিস্তারে ব্যাখ্যাপূর্বক বক্তব্য প্রদান করেন।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম-ময়মনসিংহ -এর উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী ও সময়োপযোগী বিষয় আলোচনার বিষয়বস্তু করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকল আলোচকই অভিন্ন স্বরে ব্যক্তিগত তথা দৈনন্দিন জীবনে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতার চর্চা বৃদ্ধি করে নিজস্ব বলয়ে গণতন্ত্র চর্চা বৃদ্ধি জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।