শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় ঐতিহাসিক জেল হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩ নভেম্বর রোববার সকালে কালো ব্যাজ ধারন, জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণ; বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী এবং মুক্তিযোদ্ধা কমেপ্লেক্স চত্ত্বরে বিকেল থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আম্বিয়া খাতুন। জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি অধ্য আব্দুল খালেক ও ফেরদৌসুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন ও মো. শহিদুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল হক সোহাগ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ও নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক মো. মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু ইন্দ্রজিত ধর সুভাষ, গৌড়দ্বার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ন আহব্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন; উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু শ্যামল সূত্রধর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিডসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভুরদী খন্দকার পাড়া কৃষি পণ্য উৎপাদক কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে আলহাজ্ব মো. ছাইদুল হকের সভাপতিত্বে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।