শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় সকল কার্যদিবসে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রণি ব্যাতিত প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির যেসব শিক্ষার্থী গত মাস (অক্টোবর)-এ সকল কার্যদিবসে উপস্থিত ছিল তাদের মাঝে পুরষ্কার হিসেবে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সোমবার সকালে সকল ক্লাশ কার্যক্রম শুরুতে সহসুপার মাওলানা মো. আখরুজ্জামান ওই পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
পরে দশম শ্রেণির শ্রেণি শিক্ষক মাওলানা মো. ফজলুল করিম, নবম শ্রেণির শ্রেণি শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সপ্তম শ্রেণির শ্রেণি শিক্ষক মো. মোশারফ হোসাইন, ষষ্ঠ শ্রেণির শ্রেণি শিক্ষক মাওলানা মো. রেজাউল করিম, পঞ্চম শ্রেণির শ্রেণি শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান খান, চতুর্থ শ্রেণির শ্রেণি শিক্ষক মো. জামাল উদ্দিন, তৃতীয় শ্রেণির শ্রেণি শিক্ষক নুসরাত জাহান নীপা, দ্বিতীয় শ্রেণির শ্রেণি শিক্ষক কাজিমদ্দিন এবং প্রথম শ্রেণির শ্রেণি শিক্ষক উর্মি আক্তার নিজ নিজ শ্রেণির শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলেদেন।
পুরষ্কার বিজয়ীদের মধ্যে, মরিয়ম আক্তার, শান্ত মিয়া, বৃষ্টি আক্তার, বিপ্লব মিয়া, হ্যাপি আক্তার, আসিফ মিয়া, তারেক হোসেন, সজিবুর রহমান, জাকিয়া আক্তার, সূচনা আক্তার, ফয়সাল হোসেন, ইভা আক্তার, মলি আক্তার, কাজল মিয়া, আল আমিন ও ফয়সাল আহমেদ গত কয়েক মাস যাবৎ সকল কার্যদিবসে উপস্থিত থেকে তারা বিশেষ পুরষ্কার বিজয়ী হয়। তাদের হাতে বিশেষ পুরষ্কার হিসেবে ভালো লেখকের শিক্ষণীয় বিভিন্ন বই তুলেদেন সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসাইন।