মুজিব বর্ষে সবুজ সোনার বাংলা গড়ার অঙ্গীকারে ‘‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’’ এই প্রত্যয়ে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বাউবি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ হুমাযুন আখতার গাজীপুরে বাউবি’র মূল ক্যাম্পাস এবং দেশ জুড়ে বাউবি’র ১২টি আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রে এক যোগে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন। বাউবি’র ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্র টাংগাইল, জামালপুর ও শেরপুরে বাউবি’র মূল ক্যাম্পাসের সাথে একযোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচীতে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়। ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন-এর নেতৃত্বে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাসে জাম, আমড়া, সোনালু, ডুমুড় সহ বিভিন্ন প্রজাতির ফলজ , বনজ ও ঔষধি গাছের চারাসহ নানা প্রকারের গাছের চারা রোপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি