৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা বেনাপোল সীমান্তে ডলারসহ পাচারকারী আটক
৪, নভেম্বর, ২০১৯, ৩:৩৭ অপরাহ্ণ -

আসাদুজ্জামান রিপন (বেনাপোল -যশোর) :

বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট থেকে ২০ হাজার ইউএস ডলার ও ২,২৪০ ভারতীয় রুপিসহ নারায়ণ (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

আটক নারায়ণ মুন্সিগঞ্জ জেলার সিরাজদী খান থানার বরুইহাজী গ্রামের বিজয়ের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে তাকে ২০ হাজার ইউএস ডলার ও ২,২৪০ ভারতীয় রুপিসহ আটক করা হয়।

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব তথ্য প্রতিদিনকে জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।