স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য প্রয়াত রেজাউল করিম রাসেল স্মরণে রোববার (৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চরহরিপুরস্থ চরঈশ্বদিয়া ইউনিয়ন পরিষদ অফিস, সংলগ্ন মাঠে “রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের এই ফাইনালে চরহরিপুর পূর্ব একাদশ বনাম সব্জিপাড়া একাদশ মধ্যকার উত্তেজনাপূর্ন খেলায় চরহরিপুর পূর্ব একাদশ দল ১-০ গোলে সব্জি পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শুরুর ৫ মিনিটের মধ্যে চরহরিপুর পূর্ব একাদশ দলের কোহিনুর একমাত্র গোলটি কারেন।
বিকেল সাড়ে ৩ টায় এই ফাইনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চর ঈশ্বরদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা সেলিম । বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধিগণ।
খেলায় রেফারীর দায়িত্বপালন করেন এতদাঞ্চলের বিশিষ্ট ও প্রবীন ফুটবলার অন্বেষা ক্লাব সভাপতি লোকমান হেকিম মন্ডল। তাঁকে সহযোগিতা করেন মনির ও রাকিব। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিগণ।
রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর প্রথম ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপক ও উত্তেজনাপূর্ন খেলার ধারা ভাষ্যকার ছিলেন বিশিষ্ট শিক্ষক সিদ্দিকুর রহমান।
রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা করেন সমাজ সেবিকা মোছাঃ জেসমিন আরা পলি।