এম এ আজিজ, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মেহেদি হাসান নাদিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৩৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নেতৃত্বে ময়মনসিংহ " ক" সার্কেল সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে অভিযানকালে বলাশপুর ৪ নং আগ্রাকান্দা "দৈনিক জাহান" পত্রিকা অফিস সংলগ্ন নিজ বাসা থেকে মেহেদী হাসান নাদিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৩০( তিনশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, উক্ত আসামী ইতিপূর্বেও অস্ত্র ও মাদকসহ একাধিক বার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সে গ্রেফতার হয়েছিল। যার মামলা চলমান রয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল