স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, ডাকাতসগ ৮জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে।
কোতোয়ালীর ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। বুধবার মাদক ব্যবসায়ী শেখ মেহেদী হাসান নাদিম ৩৩০ পিস ইয়াবা, ডাকাতির প্রস্তুতি মামলায় আরহান মিয়া, নাঈম, সুমন ও রাশেদুলকে দেশীয় ষ্টীলের রামদা, চাকুসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিআর গ্রেফতারী পরোয়ানামুলে একজন, সিআর গ্রেফতারী পরোয়ানামুলে আরো ২জনসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।