ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর রোববার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন, সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান (পিপিএম), রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, আব্দুর রশিদ,আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন,বালিয়া ইউপি চেয়ারম্যান নুরে আলম মুক্তি, দেবীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় সদর উপজেলাকে মাদকমুক্ত করতে প্রত্যেক ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।