ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ জেলা গোয়ন্দো শাখা ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেফতারের জন্য ধারাবাহিক অভিযান পরিচালনা করেন।
গত ২৪ সেপ্টেম্বর রাতে গফরগাঁও রেল ষ্টেশনের সামনে গরুহাট্টা বাজার হইতে ডাকাত দলের পলাতক ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতগন শোলাহাসিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো: আরিফ মিয়া (৩৫), মো: নুরুল হকের মো: সুজন মিয়া (২৩), মো: জামাল মিয়ার মো: শান্ত (২০) উভয় সাং-রাঘাইচটি, সর্ব থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীরা গত ২৪ সেপ্টেম্বর রাত ৩.২০ মিনিটে ত্রিশাল থানাধীন বগার বাজার চৌরাস্তা গুজিয়াম হইতে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতারকালে পালিয়ে যায়।আসামী মোঃ আরিফ মিয়া এর বিরুদ্ধে ১টি মাদক ও ১টি চুরি মামলা, আসামী মোঃ সুজন মিয়া এর বিরুদ্ধে ১টি মাদক এবং আসামী মোঃ শান্ত এর বিরুদ্ধে ৩টি চুরি, ছিনতাই এবং ৩টি মাদক মামলা বিচারাধীন রহিয়াছে। আসামীদেরকে ৭(সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল