স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানামুলে পলাতক ৭ অপরাধীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, বড় বাজারের মোঃ আবু ইউসুফ, বাপ্পী রায়, কেওয়াটখালির সোহাগ মিয়া, মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার অপু মিয়া ও বাদেকল্পার মোঃ রাজু মিয়া। এদেও বিরুদ্ধে জিআর মামলায় আাদালতের মাধ্যমে গ্রেফতারী পরোয়ানা বহাল থাকায় তারা দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। এছাড়া সিআর গ্রেফতারী পরোয়ানামুলে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার বাউন্ডারী রোড এলাকার গোলাম রাব্বানীকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে নারী ও শিশু আইনের ধর্ষন মামলায় আকুয়া নাজির বাড়ীর মোড়ের মেহেদী হাসান তাপসকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মাদক, চুরি, ছিনতাই, জুয়া রোধসহ সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ জন্য সকলের সহযোগীতা প্রয়োজন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল