মারুফ হোসেন কমলঃ
আসুন সড়ক পরিবহন আইন-২০১৮(১নভেম্বর ২০১৯ থেকে কার্যকর) মেনে চলি,আপনার আমার সবার সড়ক নিরাপত্তা নিশ্চিত করি এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ময়মনসিংহ পাটগুদাম ব্রীজে টি আই(এডমিন) কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে জেলা ট্রাফিক অফিস হতে একটি টিম জনগন কে আইন বুঝানোর লক্ষ্যে প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।
একটি দুর্ঘটনা পরিবারের সারা জীবনের কান্না৷ তাই অাসুন সকলে হেলমেট পরে মটর সাইকেল চালাই,হেলমেট ছাড়া চলবোনা সহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
টি অাই এডমিন গাড়িচালকদের উদ্দেশ্যে বলেন,সড়ক পরিবহন আইন -২০১৮ জানুন ও আইন মেনে চলুন৷ এসময় ময়মনসিংহের ট্রাফিক বিভাগের টি আই( এডমিন) কাজী আসাদুজ্জামান, টি আই মাহবুব ,টি আই মাসুদ রানা , সার্জেন্ট সালমান সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টি অাই কাজী অাসাদুজ্জামান সম্মানিত সকল নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলেন,সড়ক পরিবহন আইন ২০১৮ গত ০১/১১/২০১৯ ইং তারিখ রোজ শুক্রবার থেকে কার্যকর হয়েছে।চালকগণকে আইনে বর্ণিত বিধি-নিষেধের সাথে দণ্ডের বিষয়গুলো অবগত হয়ে আইন মেনে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানান। সেই সাথে সড়কযাত্রা নিরাপদ করতে সকল পরিবহনের চালকদের দেখেশুনে যানবাহন চালাতে এবং পথচারীদের সড়ক অাইন মেনে সড়কে চলাচল করতে অনুরোধ করছেন।ট্রাফিক পুলিশের জনসচেতনতামূলক এই প্রচারণা ময়মনসিংহের সুূধীসমাজ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
তথ্যপ্রতিদিন