চীফ রিপোর্টারঃ
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ময়মনসিংহে মাসিক রাজস্ব সভা আজ ২৬ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হয়। জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক,
ময়মনসিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত/ভার্চুয়ালী যুক্ত ছিলেন জনাব সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার (সকল), ময়মনসিংহ এবং সহকারী কমিশনার (ভূমি), ময়মনসিংহ (সকল)। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর আদায়, আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায় প্রকল্পের ঘর নির্মাণ, ভূমি সংক্রান্ত অন্যান্য সকল সেবা নিয়ে আলোচনা করা হয়। সেবা গ্রহীতাদেরকে সহজে, স্বল্পতম সময়ে এবং স্বল্পতম ব্যয়ে ভূমি সেবা নিশ্চিত করার জন্য জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
***জিপি - এজিপিগণের সাথে সভা অনুষ্ঠিত
একইদিনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জিপি এজিপিগণের সাথে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব মোহাম্মদ এনামুল হক।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল