ময়মনসিংহ অফিসঃ
প্রথম বাংলা - ময়মনসিংহ রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে অত্র রেঞ্জের বিভিন্ন ইউনিট এ কর্মরত পুলিশ সদস্যের সন্তানদের মধ্যে মাননীয় আইজিপি মহোদয় এর উদ্যােগে "বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০" প্রাপ্তদের ক্রেস্ট,সম্মাননাপত্র ও সম্মানী প্রদান করা হয়।
২৬ সেপ্টেম্বর রবিবার
উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ,বিপিএম,ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।সভায় রেঞ্জ ডিআইজি মহোদয় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। ভবিষ্যতে তারা উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবে এ আশাবাদ তিনি ব্যক্ত করেন।
প্রতি বছর এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান কেন্দ্রিয়ভাবে অনুষ্ঠিত হলেও এই বছর বর্তমান করোনা পরিস্থিতিতে কেন্দ্রিয়ভাবে আয়োজন না করে সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত হয়। ২০২০ সনের জন্য ময়মনসিংহ রেঞ্জ হতে ১১ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আবিদ হোসেন,বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ,জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার,ময়মনসিংহ জেলা, জনাব মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মহোদয় সহ রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ।
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০ প্রাপ্তরা হলেন -
১. মোঃ শাবাব হোসাইন, পিতা-মোঃ আহমার উজ্জামান, পুলিশ সুপার, ময়মনসিংহ।
২. তাসফিন আহম্মেদ শুভ, পিতা-মোঃ জালাল উদ্দিন, পুলিশ পরিদর্শক নিরস্ত্র, ময়মনসিংহ জেলা।
৩. নীলিমা তানজিল সুমনা, পিতা-তানজিল আল আসাদুজ্জামান, এসআই (নিঃ), ময়মনসিংহ জেলা।
৪. সোহানুর রহমান সোহান, পিতা-মোরশেদুর রহমান, এসআই (নিঃ), ময়মনসিংহ জেলা।
৫. আহিয়াতুল জান্নাত, পিতা-আমিনুর ইসলাম, এসআই (নিঃ), ময়মনসিংহ জেলা।
৬. সাজিদ রহমান শামীম, পিতা-মোঃ মজিবুর রহমান, টিএসআই, ময়মনসিংহ জেলা।
৭. সামিউর রহমান, পিতা-শেখ মোঃ আনিছুর রহমান, অফিস সহকারী, ময়মনসিংহ জেলা।
৮. মাহাযুযা তাবাসুম মাইশা, পিতা-মোঃ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক নিরস্ত্র, ইসলামপুর থানা, জামালপুর জেলা।
৯. মোঃ রেদওয়ান ইসলাম, পিতা-মোঃ ওয়াজেদ আলী, এসআই (নিঃ), জামালপুর জেলা।
১০. যুয়াইরিয়া হাছান অথৈ, মাতা-আবেদা খান, পুলিশ পরিদর্শক নিরস্ত্র, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর।
১১. মারিফা আক্তার বিন্তি, পিতা-খন্দকার আল মামুন, এসআই (নিঃ), নেত্রকোণা জেলা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল