তথ্যপ্রতিদিন. কমঃ
র্যাব ১৪ এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন, বিপিএম (সেবা) পি এস সি, এল এস সি এর দিকনির্দেশনায় র্যাব ১৪ সদর সহকারী পুলিশ সিপার মোঃ তফিকুল আলম, এবং ডি এ ডি মোঃ দেলোয়ার হোসেনের, নেতৃত্বে ৪ নভেম্বর সোমবার সকাল ১০.৪৫ মিঃ অভিযান পরিচালনা করে খাগডহর ঘুন্টি ঈদগাহ মাঠ আবুল হোসেন এর বাড়ির সামনে মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা করছে এমন সংবাদ বিত্তিতে অভিযান পরিচালনা করে (তিন) কেজী গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোসাঃ শারমিন আক্তার (৩৫) স্বামী আরিফ রব্বানী, সাং খাগডহর ঘুন্টি থানা কতোয়ালী জেলা ময়মনসিংহ, মোঃ লিটন মিয়া (৩০) পিতা মৃঃ আব্দুর রাজ্জাক সাং খগডহর ঘুন্টি থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলাদায়ের করা হয়েছে।