৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা কানাইঘাটে হোটেল শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
৪, নভেম্বর, ২০১৯, ৮:৪৫ অপরাহ্ণ -

এম এ রহমান জীবন কানাইঘাট প্রতনিধিঃ

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সোমবার ১১ টায় কানাইঘাট পূর্ব বাজারে উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আশিক উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালামের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি আক্তারুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সভাপতি সাদেক মিয়া, সাধারণ সম্পাদক এম জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনসার আলী, সিলেট জেলা ট্রেড শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক রমজান আলী পটু, সমিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, তালতলা আঞ্চলিক শাখার সভাপতি জুয়েল আহমদ, এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ফয়ছল আহমদ, আব্দুল জলিল, ফয়ছল আহমদ প্রমূখ। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ তাদের জালাময়ী বক্তব্যে বলেন আজ সারা দেশের শ্রমিক, কৃষক ও মেহনতি জনগণ এক কঠিন সময় অতিক্রম করছে। এতে হোটেল শ্রকিরাও এই সমস্যা থেকে মুক্ত নয়। তারা ৮ ঘন্টা কাজের নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি প্রদান সহ শ্রম আইন কার্যকর এবং সরকার ঘোষিত মজুরির গেজেট কার্যকর করার দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলার আহবান জানান। পরে সর্ব সম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা ও ১০ সদস্য বিশিষ্ট পৌর কমিটি’র ঘোষণা করেন জেলা শাখার সভাপতি সাদেক মিয়া। এ সময় নবগঠিত কমিটি’র নেতৃবৃন্দকে মঞ্চে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আক্তারুজ্জামান। কমিটি ঘোষণার পর সম্মেলনস্থল থেকে লাল পতাকা মিছিল বের করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। মিছিলটি কানাইঘাট উত্তর ও দক্ষিণ বাজার পদক্ষিণ করে পুর্ণরায় পূর্ববাজারে গিয়ে শেষ হয়। এদিকে উপজেলা কমিটিতে সভাপতি হয়েছেন আশিক উদ্দিন, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, ফয়ছল আহমদ, শহীদ আহমদ, সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার, কোষাধ্যক্ষ মিজান মিয়া, সাংগঠনিক সম্পাদক খসরু মিয়া, প্রচার সম্পাদক রুমান আহমদ, দপ্তর সম্পাদক জুয়েল আহমদ, সদস্য জাহেদ আহমদ, কয়েছ আহমদ, মিন্টু দাস, শাওন দাস, কামরুল হোসেন, রুবেল আহমদ। অপরদিকে পৌর কমিটিতে সভাপতি হয়েছেন আব্দুল জলিল, সহ-সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক জামরুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন, কোষাধ্যক্ষ বদরুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াইয়া, প্রচার সম্পাদক আব্দুল করিম, দপ্তর সম্পাদক ইয়াইয়া, সদস্য রুহেল আহমদ, শিহাব মিয়া।

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

মব জাস্টিসের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা।।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজধানীজুড়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।