১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম, ময়মনসিংহ ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে ৩০ শে আশ্বিন ফাতেহা শরীফ উৎযাপনের সকল প্রস্তুতি চলছে ..
৩, অক্টোবর, ২০২১, ৯:০৬ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল ॥

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফে ৩০শে আশ্বিন ২৬ তম ফাতেহা শরীফের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। (বুধ, বৃহঃ ও শুক্র) ১৩, ১৪ ও ১৫ অক্টোবর ২০২১
স্বাস্থ্যবিধি মেনে মুজাদ্দেদিয়া তরিকতের জান্ডা ১৩ অক্টোবর – বুধবার এ উত্তোলনের মাধ্যমে মহাত্মা হযরতুল আল্লামা শাহ সুফী খাজা মুহাম্মদ ছাইফুদ্দিন এনায়েতপুরী শম্ভুগঞ্জী নকশেবন্দী মুজাদ্দেদী চিশতী আল কাদরী রাহমাতুল্লাহি আলাইহি সাহেবের লালকুঠি দরবার শরীফে ইনশাল্লাহুল আজিজ উদযাপন করা হবে। বিশেষ ওয়াজ নছিহতের মাধ্যমে শুক্রবার সকালে পবিত্র রওযা জিয়ারত ও আখেরী মোনাজাত করা হবে। শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফে ৩০ শে আশ্বিন ফাতেহা শরীফ মোবারকে বৃহত্তর ময়মনসিংহ তথা বাংলাদেশের বিভিন্ন জেলা সহ উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে আশেকানগন ওরছ মোবারকে অংশ গ্রহন করবেন বলে মাজার শরীফ সুত্রে জানাগেছে। হযরত পীরে কেবলা আব্বাজানের আওলাদগনের পক্ষে নৈকট্যধন্য আলোকপ্রাপ্ত সাজ্জাদায়ে খাজেগান পীরজাদা খাজা মুহাম্মদ সুজা উদদৌলা নকশবন্দি মুজাদ্দেদী,
পীরজাদা খাজা মুহাম্মদ আলাউল হক অলি নকশবন্দি মুজাদ্দেদী,
মুজাদ্দেদীয়া তরিকত মিশন (সদর দপ্তর) লালকুঠি দরবার শরীফের পক্ষে ইতিমধ্যেই সকলের উপস্থিতি কামনা করেছেন। সত্য তরিকা মতে সালাতে ফজর ও সালাতে মাগরিবের পর ফাতিহা শরীফ পাঠ ও সালাতে জোহর, সালাতে মাগরিব ও এশার পর নফল নামায পাঠ করে ইন্তেকাল প্রাপ্ত জামে আম্বিয়া, জামে আউলিয়া, শহীদান, ছালেহীন, জাকেরান ও মুমীন মুসলমানগনের আরওয়াহ পাকের হুজুরে ছোওয়াব রেছানী করা হবে।