১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সিলেট প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের অনুরোধ অসহায় বাবার।
৬, অক্টোবর, ২০২১, ১:৫৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ

সঠিক চিকিৎসার অভাবে এভাবেই অসুস্থ্য হয়ে মানবেতর জীবনযাপন করছেন সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের হতদারিদ্র সফিক আলীর মেয়ে রিনা বেগম (২২)। নিজ সন্তানের এমন দুরবস্থায় অসহায় পিতার আকুতি আর চোখের জল দেখলে চোখে পানি চলে আসবে যেকারো। স্থানীয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা করানো জরুরী, নয়তো এই মেয়েটিকে বাঁচানো সম্ভব হবে না । কিন্ত হতদরিদ্র, সামর্থহীন পিতা নিজের শেষ সম্বলটুকু বহু আগেই মেয়ের চিকিৎসার জন্য ব্যয় করে ফেলেছেন। সর্বশেষ জায়গা জমি সহায় সম্বল বিক্রি করে মেয়ের চিকিৎসার উদ্দেশ্যে ব্যয় করে নিঃস্ব হয়ে এখন শুধু আহাজারি ছাড়া আর কিছুই করতে পারছেন না হতদারিদ্র পিতা সফিক আলী। পিতা হয়ে নিজের চোখের সামনে অর্থের অভাবে একটি সন্তান অকালে ঝরে যাক সেটা তো কোন বাবাই মেনে নিতে পারেনা, তাই নিজের সর্বত্র হারিয়ে এখন মেয়ের চিকিৎসার অর্থের জন্য গুরছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে কোন মানবসেবী হৃদয়বান ব্যক্তি যদি এই আকুতি মিনতি দেখে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবে এই অসহায় হতদরিদ্র পরিবারটি।

তাই দেশ বিদেশের মানবসেবী সহ সকল বিত্তবানদের কাছে আকুল মিনতি করছেন বাবা সফিক আলী, সাধ্যানুযায়ী এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে একটু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আপনারা এগিয়ে আসলে সফিক মিয়ার এই অসহায় মেয়েটির উন্নত চিকিৎসার মাধ্যমে আল্লাহর মেহেরবানীতে এই নিষ্পাপ মেয়েটি সুস্থ্য হয়ে উঠবে। বেঁচে থাকবে বাবা মায়ের বুকে ।

প্রয়োজনে যোগাযোগঃ পিতাঃ মোঃ সফিক আলী, গ্রাম ডাউকেরগুল, পোঃ রহিমিয়া মাদ্রাসা, উপজেলা কানাইঘাট, জেলা সিলেট বিকাশ -০১৭২৭১৫৮১০৬ পার্সোনাল।

   সিলেট এর জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে, এম এ রহমান জীবন ও আজাদুর রহমান, সহ সভাপতি পদে নির্বাচিত।

মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ আহমদকে “মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র” পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে, এম এ রহমান জীবন ও আজাদুর রহমান, সহ সভাপতি পদে নির্বাচিত।

মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ আহমদকে “মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র” পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান।

৫ইজুন কানাইঘাটে বড় ধরনের চমক দেখাতে পারেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ,কে, এম সামছুজ্জামান বাহার।