ময়মনসিংহ অফিসঃ
সারা দেশের মত আজ ময়মনসিংহ সিটি এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়।
দিবস পালন উপলক্ষে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আজ সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করে। র্যালিটি সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে বের হয়ে আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, ডাঃ তাসমিয়া জান্নাত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালির পরবর্তী আলোচনায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, দেশব্যাপী প্রথমবারের মত জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হচ্ছে। আমাদের জাতীয় জীবনে বিভিন্ন নাগরিকসেবা পেতে গুরুত্বপূর্ণ একটি প্রমাণক জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ। এছাড়াও এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যমাত্রা জন্ম ও মৃত্যু নিবন্ধন। শিশু জন্মের বা কোন ব্যক্তি মৃত্যুর ৪৫ দিনের মধ্যে জন্ম বা মৃত্যু নিবন্ধন করা প্রয়োজন। এ বিষয়ে সকলকে আরও সচেতন হতে হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল