তথ্য প্রতিদিন. কমঃ
আশা আক্তার। বাড়ি নগরীর নওমহল কাজী অফিস। দীর্ঘদিনের সখ ভাল একটি মোবাইল ব্যবহার করবে। অবশেষে তাই পেলেন। আকর্ষনীয় সুন্দর মোবাইল পেয়ে অনেক খুশি। যথারীতি সুন্দর মোবাইলটি মনের আনন্দে মহাখুশিতে ব্যবহার করছেন। চলতি অক্টোবরের এক তারিখ তিনি মোবাইল টি গাঙ্গিনাপাড় এলাকায় আসেন নিজের প্রয়োজনে। হঠাৎ তার মোবাইলটি হারিয়ে যায়। আশা আক্তার কি এত বড় নগরীতে কি আর করবে। নিরুপায় আশা আক্তার তাৎক্ষনিক কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি ভুক্ত করে রেখে যান।যার জিডি নং-১৬৩২।
পুলিশের কাছে আশা আক্তারের আকুতি আর জিডি সব নিয়ে দায়িত্বশীল ওসি শাহ কামাল আকন্দ পিপিএম তাৎক্ষনিক এএসআই আমির হামজাকে দ্বায়িত্ব প্রদান করেন। মাত্র ১০ দিনের মধ্যে আমির হামজা হারিয়ে যাওয়া ঐ মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিক আশা আক্তারকে শনিবার রাতে বুঝিয়ে দেন। দীর্ঘদিন পর মোবাইলটি ফেরত পেয়ে আশা আক্তার ও তার পরিবার ওসি শাহ কামাল আকন্দ ও এ এস আই আমির হামজাসহ কোতোয়ালী মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল