তথ্য প্রতিদিন. কমঃ
ময়মনসিংহে জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজআজামানের নির্দেশনায় মাদকমুক্ত জেলা গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে শনিবার রাতে ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর পাটগুদাম মোড়স্থ হাজী কাশেম আলী কলেজের সামনে থেকে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মোঃ বিবেক ইসলাম সুমন, মোঃ রিপন মিয়া ও মোঃ রফিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল