স্টাফ রিপোর্টার
সোমবার ১১ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু। পূজা উদযাপনকালে সকল ধরনের আইন শৃংখলা নিয়ন্ত্রণ এবং পূজারী, ভক্ত ও দর্শনার্থীদের মাঝে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ রবিবার রাতে নগরীর সকল মন্দির ও মন্ডপ পরিদর্শন করেন। এ সময় সকল প্রয়োজনে থানার ওসি, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও বিট অফিসারদের নম্বর এবং স্বাস্থ্য সুরক্ষার নানা শ্লোগান সম্বলিত পরামর্শ মুলক ব্যানার বিতরণ করা হয়। এছাড়া ওসি শাহ কামাল আকন্দ প্রতিটি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের যে কোন প্রয়োজনে কোতোয়ালি মডেল থানা পাশে থাকার অঙ্গিকার করেন। রবিবার রাতে নগরীর দূর্গাবাড়ি, কালিবাড়ি, বড় কালিবাড়ি, আমলাপাড়া, মদনবাবু রোড, আঠারবাড়ি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল