১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, সারা বাংলা ধর্ম নিয়ে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল, তাদেরকে দমন করা হয়েছেঃ পূজামণ্ডপে – স্বরাষ্ট্রমন্ত্রী
১২, অক্টোবর, ২০২১, ৭:২১ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কমঃ

দেশে ধর্মের নামে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল, তাদেরকে কঠোরভাবে দমন করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্ম যার যার উৎসব সবার, এই নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ। পূজা মণ্ডপগুলোতে কোনো ধরনের ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

শুধু পূজা নয়, সব উৎসবে নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রী (ফাইল ছবি)