তথ্য প্রতিদিন. কমঃ
কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেটাকে উদ্দেশ্যমূলক বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তারা শিগগির গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এই কথা বলেন। সমসাময়িক বিষয়ে কথা বলতে এদিন মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।
কুমিল্লার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করছি, কুমিল্লার এই ঘটনা উদ্দেশ্যমূলকভাবে কোনো ষড়যন্ত্র-চক্রান্তকারীর কর্ম। এই ঘটনায় আমরা কয়েকজনকে চিহ্নিত করেছি। আমাদের গোয়েন্দা সংস্থা তাদের শনাক্ত করে শিগগির গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে মনে করছি।
স্বরাষ্ট্র মন্ত্রী ( ফাইল ছবি)