১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। কাচারি ঘাটে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত বিসর্জন ঘাটে সিটির মন্ডপসমূহের প্রতিমা বিসর্জন করা হয়।
১৫, অক্টোবর, ২০২১, ৯:২৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কমঃ

 

বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। কাচারি ঘাটে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত বিসর্জন ঘাটে সিটির মন্ডপসমূহের প্রতিমা বিসর্জন করা হয়।

মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় বিসর্জন ঘাটে নাগরিকদের স্বাচ্ছন্দ ও নিরাপত্তায় স্থাপন করা হয় উজ্জ্বল আলোকবাতি, সিকিউরিটি ক্যামেরা, আলোকসজ্জা ও অন্যান্য সজ্জিতকরণ, পুরুষ ও নারী পৃথক টয়লেট, মেডিকেল ক্যাম্প, হাত ধোয়ার ব্যবস্থা ইত্যাদি।

বিসর্জন শেষে সিটি কর্পোরেশনের প্রস্তুতিতে সন্ত্বোষ প্রকাশ করে মেয়র মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন সনাতন ধর্মের ময়মনসিংহের নেতৃবৃন্দ, পূজা কমিটির নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ।

বিসর্জনকালীন সার্বিক অবস্থা পর্যবেক্ষণে আজ বিসর্জন ঘাটে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এছাড়া, এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল ও ময়মনসিংহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মহব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে ইতোপূর্বে মেয়র মহোদয় পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, পূজামন্ডপসমূহ পরিদর্শন করেন এবং সিটির ৮৩ টি পূজা মন্ডপে মিষ্টি, ফুল, করোনা সুরক্ষা সামগ্রী এবং আর্থিক সহযোগিতা পৌঁছে দেন।

মাননীয় মেয়র শারদীয় দুর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।