বিনোদন তথ্যপ্রতিদিন
জনপ্রিয় সব তারকাদের বিয়ে পরে তাদের ঘরে নতুন অতিথি আসা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।
দীপিকা ও রণবীরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এর মধ্যেই দীপিকার মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। তবে এবার নিজের পোস্ট করা একটি ছবিতে সেই জল্পনা নিজেই আরও কিছুটা উস্কে দিলেন এই তারকা।
গত রোববার সোশ্যাল মিডিয়ায় একটি ঘুমন্ত শিশুর দু’দুটি ছবি পোস্ট করেছেন দীপিকা নিজেই। যার ক্যাপশানে তিনি লিখেছেন, ”ঢ়ড়ংঃ ফরধিষর পবষবনৎধঃরড়হ’। ছবিটি দিপিকার ছেলেবেলার ছবি বলেই মনে করছেন অনেকে। যদিও এবিষয়ে দীপিকা কিছুই লেখেননি।
তবে নেটিজেনদের প্রশ্ন এমন ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত দিচ্ছেন দীপিকা? তবে কি দীপিকার ঘরে আসছে নতুন অতিথি? অনেকে আবার প্রিয় অভিনেত্রীকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।