ময়মনসিংহ অফিসঃ
.
ময়মনসিংহের চুরখাই বাজার এলাকা থেকে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ। তাদের কাছ থেকে চোরাই ব্যাটারি চালিত ৫ টি ইজিবাইক উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাহ আলম, মোঃ জুয়েল, শহিদ, মোঃ বাদশা ও আলমগীর হোসেল ওরফে আলম। গ্রেপ্তারকৃত শাহ আলমের বাড়ী লক্ষীপুরের রায়পুরে এবং অন্যদের বাড়ী ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, চুরখাই বাজার এলাকায় আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের একটি বিশাল সিন্ডিকেট চোরাই অটো ক্রয় বিক্রয় করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে চোরচক্রকে গ্রেফতার করতে এসআই আনোয়ার, এএসআই আমীর হামজা চোরখাই বাজার সংলগ্ন মজিবর ডিলারের রাইস মিল এলাকায় অভিযান চালায়। অভিযানে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ৫ টি চোরাই ইজিবাইকসহ ৫ চোরকে গ্রেফতার করে।
ওসি আরো জানান, গ্রেফতাররকৃতরা আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বাড়ী ভিন্ন ভিন্ন জেলায় হলেও তারা ময়মনসিংহের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে অভিনব কায়দায় চুরি করে। তারা ছদ্মবেশে যাত্রী সেজে ইজিবাইকের ড্রাইভারকে পান সিগারেট, জুস জাতীয় দ্রব্য কিনতে দোকানে পাঠায় অথবা পিছনের গাড়িতে আরো যাত্রী আছে একথা বলে যাত্রীকে নিয়ে আসার জন্য পাঠায়। এ সুযোগে চোর চক্রের সদস্যরা দ্রুত ইজিবাইকব নিয়ে পালিয়ে যায়। এছাড়া চোরেরা বাস পরিবর্তন বা মালামাল নামানোর কথা বলে ইজিবাইক নিয়ে পালিয়ে যেতো। নগরীর গুরুত্বপূর্ণ স্পটগুলো ছাড়াও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে লাগানো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।
ময়মনসিংহ সদরের বসিন্দা জাহাঙ্গীর আলম জানান, গত ৩ মাস আগে কিস্তিতে একটা ইজিবাইক কিনেন যা দিয়ে তার সংসার চলত। গত কয়েকদিন আগে চোর চক্র তার ইজিবাইকটি নিয়ে যায়।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল