৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর পরিচ্ছন্ন ও মাদক মুক্ত দেশ গড়ার লক্ষে সচেতনতা বাড়াতে ১৫০ কি.মি পায়ে হেটে যাত্রা, নকলা ইউএনও’র অভিনন্দন জ্ঞাপন
৫, নভেম্বর, ২০১৯, ৯:৫৭ অপরাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

পরিচ্ছন্ন ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সচেতনতা বাড়াতে ১৫০ কি.মি পায়ে হেটে যাত্রা শুরু করেছেন স্কাউটার সাকিব ও সাহাদাত আলম। তাদের ভ্রমণের বিভিন্ন এলাকার অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলায় পৌঁছালে তাদেরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। এসময় বিডি ক্লিন নকলার সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন, সদস্য নূর হোসেনসহ বিডি ক্লিন নকলার অন্যান্য সদস্য ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

তাছাড়া মঙ্গলবার বিকেল ৪টায় তারা শেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে তাদেরকে শেরপুর বিডি ক্লিন এর সমন্বয়ক মো. আল আমিন রাজুসহ অন্যান্যরা তাদেরকে স্বাগত জানান।

জানা যায়, ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ৫ দিনে ১৫০ কি.মি পায়ে হেটে স্কাউটার সাকিব ও সাহাদাত আলম ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলা পরিভ্রমণ করবেন। এর অংশ হিসেবে ময়মনসিংহ, তারাকান্দা, ফুলপুর, নকলা, নালিতাবাড়ী, শেরপুর, জামালপুর, নান্দিনা ও মুক্তাগাছা উপজেলা ভ্রমনের কথা এ দুই স্কাউটারের সাথে থাকা ব্যানারের মাধ্যমে জানা গেছে।