মারুফ হোসেন কমলঃ
১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফে উদযাপন করা হয়
। পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষে সকালে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) এর ৬৩বছর জিন্দিগীর উপর আলোচনা করেন লালকুঠি পাক দরবার শরীফের মহামান্য নৈকট্যধন্য আলোক প্রাপ্ত সাজ্জাদায়ে খাজেগান পীরজাদা শাহ সুফি খাজা মুহাম্মাদ সুজা উদদৌলা নকশবন্দী মুজাদ্দেদী ও মহামান্য শাহ সুফি খাজা মুহাম্মদ আলাউল হক অলি নকশবন্দী মুজাদ্দেদী, হুজুর পাকের দৌহিত ইঞ্জিনিয়ার কে.এম.সামসুদ্দোা জুনায়েত অল মুজ্জাদ্দেদী।এরপর পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপন শেষে দোয়া করেন করেন মাজার মসজিদের মোয়াজ্জেম মোখশেদ আলী মানিক এবং বিশ্ব¦ নবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনি থেকে পাঠ করেন কবি ও লেখক ময়মনসিংহ জজকোর্টের এড. শাহাব উদ্দিন আহমেদ। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।