১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম শম্ভুগঞ্জ লাল কুঠির পাক দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী পালিত।।
২১, অক্টোবর, ২০২১, ৪:৩১ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমলঃ

১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফে উদযাপন করা হয়
। পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষে সকালে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) এর ৬৩বছর জিন্দিগীর উপর আলোচনা করেন লালকুঠি পাক দরবার শরীফের মহামান্য নৈকট্যধন্য আলোক প্রাপ্ত সাজ্জাদায়ে খাজেগান পীরজাদা শাহ সুফি খাজা মুহাম্মাদ সুজা উদদৌলা নকশবন্দী মুজাদ্দেদী ও মহামান্য শাহ সুফি খাজা মুহাম্মদ আলাউল হক অলি নকশবন্দী মুজাদ্দেদী, হুজুর পাকের দৌহিত ইঞ্জিনিয়ার কে.এম.সামসুদ্দোা জুনায়েত অল মুজ্জাদ্দেদী।এরপর পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপন শেষে দোয়া করেন করেন মাজার মসজিদের মোয়াজ্জেম মোখশেদ আলী মানিক এবং বিশ্ব¦ নবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনি থেকে পাঠ করেন কবি ও লেখক ময়মনসিংহ জজকোর্টের এড. শাহাব উদ্দিন আহমেদ। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

পবিত্র আশুরাকে কেন্দ্র করে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি: ভারপ্রাপ্ত কমিশনার।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর যুবদল, মো: শফিকুল ইসলাম ফরহাদ শুভেচ্ছা জানিয়েছেন।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাবেক মেয়র মো: ইকরামুল হক টিটু এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন মসিক সাবেক মেয়র মো: ইকরামুল হক টিটু।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

তথ্য প্রতিদি নিউজ পোটাল পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

সাবেক মেয়র মো:ইকরামুল হকটিটুর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।