১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ ময়মনসিংহে ভূয়া সাংবাদিক আটক
৫, নভেম্বর, ২০১৯, ১০:০২ অপরাহ্ণ -

মাসুদ রানাঃ

ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রীজ মোড় থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় বদরুল (২৭) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে ময়মনসিংহ ট্রাফিক বিভাগের এসআই সালমান খান রাজন।

ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) আসাদুজ্জামান জানান, ব্রীজ এলাকায় বদরুল কখনো সাংবাদিক পরিচয়ে আবার কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিল। ট্রাফিক বিভাগের এসআই সালমান খান রাজন আটক করে তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র উদ্ধার করে।

এসআই সালমান খান রাজন জানান, আটক বদরুল গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জে। তাকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য সম্প্রতি ময়মনসিংহ শহরে ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী সংখ্যা বেড়ে গেছে। ট্রাফিক পুলিশ প্রশংসনীয় কাজের জন্য সাংবাদিকমহল সন্তোষ প্রকাশ করেছেন।