তথ্য প্রতিদিন. কমঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের পরামর্শক্রমে বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও ধর্ষণ মামলায় অভিযুক্তসহ ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে কোতোয়ালী পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই অংশ হিসাবে বৃহস্পতিকার সকাল পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়। এদের মাঝে সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত রিপন কুমার সাহা ও জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ফয়সাল।
এ ছাড়াও ২০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মোছাঃ সুমি আক্তার ও মাজহারুল ইসলাম হৃদয়। গ্রেফতার হয়েছে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় সৈয়দ মোস্তাফিজুর রহমান। অপরদিকে ধর্ষন সহ নিয়মিত মামলায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মাহবুবুল হাসান অনিক, মোঃ আজিজুল হক ও জাহিদুল ইসলাম ওরফে আবুল। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, অভিযান অব্যাহত থাকবে।
জয়নাল আবেদীন, দৈনিক ঢাকা টাইমস, ময়মনসিংহ।