জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহ র্যাব-১৪’র অভিযানে সাত জন চোরাকারবারী গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি ব্যাটারী চালিত চোরাই অটোরিক্সা, একটি প্রাইভেট কার, একটি প্লায়ার্স, একটি লক (তালা), ৬টি মোবাইল, ৯ হাজার ৮শ’৯০ টাকা উদ্ধার করা হয়। গত ২২ অক্টোবর (শুক্রবার) রাতে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধারের কুঠুরাকান্দা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মাসুরা বেগম বলেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর রাতে র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের কুঠুরাকান্দা এলাকা থেকে জামালপুর জেলার সরিষাবাড়ীর মোঃ বাবু হোসেন (১৯), ময়মনসিংহের নান্দাইল উপজেলার ছায়েদ আলী @ চিকন আলী (৩২), কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের শ্রী জনি বাবু গৌড় (২৪), ভালুকার রাকিব হাসান (২০), ফুলবাড়িয়া উপজেলার বরুকা জাহিদুল ইসলাম @ ফজলু (৩০) ড্রাইভার, অষ্টধার মাঝিপাড়ার মোঃ সুমন (১৯), অষ্টধার কুঠুরাকান্দার মাসুদ রানা (১৯)কে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে অভ্যাসগতভাবে ব্যাটারীচালিত অটোরিক্সা চুরি ও ছিনতাই করে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় বেচাকেনা করে আসছে। এ ধরনের অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।