৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম পবিত্র কোরআন বিশ্ব মানবতার মুক্তির সনদ- ময়মনসিংহে ক্বারী সমাবেশে বক্তারা
৫, নভেম্বর, ২০১৯, ১০:৩২ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন .কমঃ

ময়মনসিংহে ক্বারী সমাবেশে বক্তারা কথা বলেন বিশ্ব মানবতার মুক্তির সনদ হচ্ছে পবিত্র কোরআন শরীফ। পরিপূর্ণ জীবন বিধান পবিত্র কোরআন, এমন কিছু নেই যে মানুষের জীবন পরিচালনার সাথে কোরআন শরীফ সম্পৃক্ত না।

দূর্নীতির বিরুদ্ধে মানুষ সাহসী হোন জুম্মার দিনে প্রতিটি মসজিদে যদি ইমামগন খুৎবার পূর্বে কোরআন হাদীসের আলোকে দুর্নীতির বিরুদ্ধে বলেন তা হলে মানুষ দূর্নীতি প্রতিরোধে সাহসী এবং সচেতন হবেন। জঙ্গীবাদ,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ইমামগন বয়ান করলে যুব সমাজ মাদকের করাল গ্রাস থেকে রক্ষা পাবে এবং এলাকার মানুষের মঙ্গল হবে।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ও লতিফিয়া ক্বারী সোসাইটি আয়োজিত ময়মনসিংহ বিভাগের ক্বারীগনের স্তর উন্নয়ন(কিরাত শুনানী) উপলক্ষে মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে বিভাগীয় ক্বারী সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্বারী সমাবেশ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আলহাজ্ব ড.আক্কাছ উদ্দিন ভুঞা উদ্বোধন করেন।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ও লতিফিয়া ক্বারী সোসাইটি ময়মনসিংহ বিভাগের সভাপতি সৈয়দ তোফায়েল উদ্দিনের (সৈয়দ তপন) সভাপতিত্বে ক্বারী সমাবেশে রঈসুল কুবরা ওয়াল মুহাদ্দীছিন শামসুল উলামা আল্লামা ফুলতলী (রহঃ) সাহেবের দৌহিত্র, হাইকোর্ট মসজিদের খতিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আহমদ হাসান চৌধুরী শাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ,এইচ,এম লোকমান, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক আলহাজ্ব আনোয়ার হোসেন ও ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক আলহাজ্ব মোজাহারুল মান্নান ধর্মীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। ক্বারী সমাবেশে বিভাগের ময়মনসিংহ,জামালপুর,শেরপুর ও নেত্রকোনা জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক ক্বারী অংশ গ্রহন করেন।