৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম পবিত্র কোরআন বিশ্ব মানবতার মুক্তির সনদ- ময়মনসিংহে ক্বারী সমাবেশে বক্তারা
৫, নভেম্বর, ২০১৯, ১০:৩২ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন .কমঃ

ময়মনসিংহে ক্বারী সমাবেশে বক্তারা কথা বলেন বিশ্ব মানবতার মুক্তির সনদ হচ্ছে পবিত্র কোরআন শরীফ। পরিপূর্ণ জীবন বিধান পবিত্র কোরআন, এমন কিছু নেই যে মানুষের জীবন পরিচালনার সাথে কোরআন শরীফ সম্পৃক্ত না।

দূর্নীতির বিরুদ্ধে মানুষ সাহসী হোন জুম্মার দিনে প্রতিটি মসজিদে যদি ইমামগন খুৎবার পূর্বে কোরআন হাদীসের আলোকে দুর্নীতির বিরুদ্ধে বলেন তা হলে মানুষ দূর্নীতি প্রতিরোধে সাহসী এবং সচেতন হবেন। জঙ্গীবাদ,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ইমামগন বয়ান করলে যুব সমাজ মাদকের করাল গ্রাস থেকে রক্ষা পাবে এবং এলাকার মানুষের মঙ্গল হবে।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ও লতিফিয়া ক্বারী সোসাইটি আয়োজিত ময়মনসিংহ বিভাগের ক্বারীগনের স্তর উন্নয়ন(কিরাত শুনানী) উপলক্ষে মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে বিভাগীয় ক্বারী সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্বারী সমাবেশ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আলহাজ্ব ড.আক্কাছ উদ্দিন ভুঞা উদ্বোধন করেন।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ও লতিফিয়া ক্বারী সোসাইটি ময়মনসিংহ বিভাগের সভাপতি সৈয়দ তোফায়েল উদ্দিনের (সৈয়দ তপন) সভাপতিত্বে ক্বারী সমাবেশে রঈসুল কুবরা ওয়াল মুহাদ্দীছিন শামসুল উলামা আল্লামা ফুলতলী (রহঃ) সাহেবের দৌহিত্র, হাইকোর্ট মসজিদের খতিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আহমদ হাসান চৌধুরী শাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ,এইচ,এম লোকমান, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক আলহাজ্ব আনোয়ার হোসেন ও ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক আলহাজ্ব মোজাহারুল মান্নান ধর্মীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। ক্বারী সমাবেশে বিভাগের ময়মনসিংহ,জামালপুর,শেরপুর ও নেত্রকোনা জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক ক্বারী অংশ গ্রহন করেন।

   ধর্ম ও ইসলাম এর জনপ্রিয়

লাখোভক্ত জাকের চোখের পানিতে সিদ্ধ হলো লালকুঠি আশেপাশ দরবার শরীফ উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র

এনায়েতপুরী শম্ভুগঞ্জ লালকুঠির পাক দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী পালিত।।

এনায়েতপুরী শম্ভুগঞ্জী পীরজাদা খাজা ছোট হুজুরের ইতিহাস।। 

হে আল্লাহ্! আমার গরিব মুরিদের পেটে ভাত নাই, পরনে ভাল কাপড় নাই, তাদের মাথা গোছার ভাল বাসস্থান নাই, তারা তোমাকে ডাকার মত ডাকতে জানে না।

লাখোভক্ত জাকের চোখের পানিতে সিদ্ধ হলো লালকুঠি আশেপাশ দরবার শরীফ উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র

এনায়েতপুরী শম্ভুগঞ্জ লালকুঠির পাক দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী পালিত।।

এনায়েতপুরী শম্ভুগঞ্জী পীরজাদা খাজা ছোট হুজুরের ইতিহাস।। 

হে আল্লাহ্! আমার গরিব মুরিদের পেটে ভাত নাই, পরনে ভাল কাপড় নাই, তাদের মাথা গোছার ভাল বাসস্থান নাই, তারা তোমাকে ডাকার মত ডাকতে জানে না।

ময়মনসিংহ বিভাগে উন্নীত হওয়ায় এ জায়গাটি অধিকতর উন্নত পর্যায়ে রুপান্তরিত হচ্ছে।

error: বিনা অনুমতিতে কপি করা আইনত দণ্ডনীয় !!