১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সারা বাংলা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা’
২৮, অক্টোবর, ২০২১, ৭:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – গতকাল দুপুরে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সেই নির্বাচনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।

তিনি বলেন, তিনি সততায়, মেধায় ও যোগ্যতায় সেরা। বিশ্বরেকর্ড সৃষ্টিকারী জাতিসংঘে ১৮ বার সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন। তিনি যে সম্মান পেয়েছেন, তা বিরল সম্মান, পৃথিবীর কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান এটা পান নাই।

বুধবার দুপুরে নড়িয়া উপজেলা মাতৃছায়া ভবনে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, তারা নানামুখী ষড়যন্ত্র করছে। তারা দুর্গাপূজায়ও ষড়যন্ত্র করেছে।

 

 

সৌজন্যে, mp news