তথ্য প্রতিদিন. কমঃ
হরিজন পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়।
আজ বিকেল ৫ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহযোগিতা তুলে দেন।
হরিজন পল্লীতে গত ২২ আগস্ট সিলিন্ডার বিস্ফোরণে ১৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মারাত্মক ক্ষতিগ্রস্ত ৩ টি পরিবারকে ১০ হাজার টাকা এবং বাকি আংশিক ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন মসিক মেয়র মহোদয়।
এ সময় মেয়র মহোদয় উপস্থিত হরিজনদের উদ্দেশ্যে বলেন, আপনারা নগর পরিচ্ছন্নতার অন্যতম হাতিয়ার। আপনাদের পাশে আমরা আগেও থেকেছি, এখনও আছি, আগামীতে থাকবো। অগ্নিকাণ্ডের ঘটনার পরই আমরা খাবার ও আর্থিক সহযোগিতার মাধ্যমে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সার্বক্ষণিক খোঁজখবর রেখেছি। আপনারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন এজন্য আমরা আবার কিছু আর্থিক সহযোগিতা আপনাদেকে তুলে দিচ্ছি।
এ সময় মেয়র করোনা প্রতিরোধে সকলকে টিকা নেওয়ার আহবান জানান।
এ সময় ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ তাজুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিল জনাব রোখসানা শিরীন, জনসংযোগ কর্মকর্তা জনাব শেখ মহাবুল হোসেন রাজীব,সহকারী সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম জাহাঙ্গীর,খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা জনাব দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জনাব মোঃ মহব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল