ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ ৫ জনকে গ্রেফতার করেছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও বিচারিক কাজে সহায়তার লক্ষে গ্রেফতারী পরোয়ানাভৃক্তদের দ্রুত দ্রুততম সময়ে গ্রেফতাওে কাজ করছে পুলিশ। এ অবস্থায় গত ২৪ ঘন্টায় নিয়মিত মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, গোহাইলকান্দি মীরবাড়ির কে এম নূহ পারভেজ ও নামা কাতলাসেনের জোবায়ের হোসান। অপরদিকে আদালতের নির্দেশে সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, চর ঈশ্বরদিয়ার রিপন দাস, মধ্য বাড়েরার হরমুজ আলী ও অষ্টধারের মোঃ শামছুল হক। তাদের সকলকে রবিবার আদালতে পাঠানো হয়েছে। ওসি শাহ কামাল আকন্দ আরো জানান, এই অভিযান অব্যাহত থাকবে।