জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়ন হতে অপহরণকারী চক্রের ৪জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। এসময় ভিকটিম মোঃ জাকিরুল ইসলাম (১৮)-কে উদ্ধার করে র্যাব। অপহরণকারীদের কাছ থেকে ১টি চাকু, নগদ ৮ হাজার ৭শ’৬৫ টাকা, ৪টি মোবাইল এবং ১টি পিকআপ গাড়ী উদ্ধার করা হয়।
১ নভেম্বর (সোমবার) ভোরে র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয় এবং সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ জাকিরুল ইসলাম (১৮) নামে একজনকে উদ্ধার করা হয়।
এসময় অপহণকারী দলের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর খাগডহরের মোঃ জুলহাস উদ্দিনের ছেলে মোঃ হাসান (২৬), কাঠগোলার মোঃ নিজাম উদ্দিনের ছেলে খন্দকার ওয়াহেদ আমজাদ @ শাওন (২৫), সিরতা কোনাপাড়ার মোঃ আবু হানিফার ছেলে মোঃ ইতিক হাছান (১৯) ও সানকিপাড়ার মৃত-দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মোকলেছুর রহমান (৪৯)। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়।
র্যাব আরও জানানয়, গ্রেফতারকৃতরা ভিকটিম মোঃ জাকিরুল ইসলামকে ৫ লক্ষ টাকার জন্য অপহরণ করে। তারা পরস্পর যোগসাজসে প্রতারণামূলক ভাবে ভিকটিমকে গাড়ীযোগে ঘটনাস্থলে নিয়ে আটক ও হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ জখম এবং ভয়ভীত্তি ও হুমকি প্রদান করেছিল।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল