চীফ রিপোর্টারঃ
= ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখা আওয়ামী লীগের সম্মেলন আগামী ৩০ নভেম্বর আয়োজনের নির্দেশ দিয়েছেন ক্ষমতাসীন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর আওয়ামী লীগের দুই শাখার সম্মেলন একযোগে আয়োজনের নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা মহানগর নেতাদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
এসময় গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।
গণভবন ও আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও এ বিষয়ে জানতে গণভবনে উপস্থিত দু’জন নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কাউন্সিলের তোড়জোড় শুরু হওয়ার পর থেকেই মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির কাউন্সিল নিয়েও আলোচনা শুরু হয়। দলীয় সভাপতি শেখ হাসিনাও এই দুই কমিটির কাউন্সিল আয়োজনে তাগাদা দেন সংশ্লিষ্টদের।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২ নভেম্বর) রাতেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গণভবনে ডেকে মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের কাউন্সিল করার নির্দেশ দেন শেখ হাসিনা। পরদিন রোববার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহানগর নেতাদের এ বার্তা পৌঁছেও দেন কাদের। সেদিনই ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের দুই সাধারণ সম্পাদক সাদেক খান ও শাহে আলম মুরাদকে ডেকে সম্মেলনের প্রস্তুতির নির্দেশও দেন তিনি।
তথ্য, sarabangla