চীফ রিপোর্টারঃ- এমপি পদে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরর স্ত্রী শেরিফা কাদের। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন শেরিফা।
গতকাল সোমবার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথবাক্য পাঠ করান স্পিকার। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, আহসান আদেলুর রহমান এমপি ও নাজমা আক্তার এমপি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে শেরিফা কাদের এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এমএ রশিদের মৃত্যুতে সম্প্রতি এটি শূন্য হয়। ওই শূন্য আসনে দলের একক প্রার্থী হিসেবে নিজের স্ত্রী শেরিফা কাদেরকে মনোনয়ন দেন জিএম কাদের। এর আগে তাকে নিজের উপদেষ্টা করেন তিনি। পরবর্তী সময়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব দেন।
সৌজন্যে, mp news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল