১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, সারা বাংলা বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন এই প্রাতিপ্রাত্যকে সামনে রেখে ময়মনসিংহে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত
৭, নভেম্বর, ২০২১, ৮:৩৩ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমলঃ

ময়মনসিংহ জেলা সমবায় অফিস আয়োজিত আজ ৬ নভেম্বর শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা সৈনিক শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সমবায় দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ।

সভাপতিত্ব করেন সমবায়ের ময়মনসিংহ বিভাগীয় যুগ্মনিবন্ধক মো: মশিউর রহমান, সঞ্চালনায় ছিলেন সমবায় ব্যাংকের ডাইরেক্টর, সোনার তরী মাল্টিপারপাসের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি শাহজাহান পারভেজ ।

এর পূর্বে সমবায়ীদের নেতৃত্বে একটি র্র্যালী বের হয় এবং সমবায়ীদের সন্মামনা পুরস্কার প্রদান করেন প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি।