৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ শেরপুর আগামি বিজয় দিবসের আগেই উপজেলা আ’লীগের সভাপতিকে সুস্থভাবে ফিরে পেতে উপজেলা প্রশাসনের দোয়া
৬, নভেম্বর, ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ণ -

শেরপুর প্রতিনিধি:

আগামি মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এর আগেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে সুস্থভাবে ফিরে পেতে চান নকলা উপজেলা প্রশাসন ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন।

তাঁরা নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে আগামি বিজয় দিবস উদযাপনের আশা নিয়ে মহান সৃষ্টিকর্তার কাছে আরাদনা করাসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।

৫ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমানকে দেখতে শেরপুরের বাসভবনে যান নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন।

এসময় বিএডিসি আলু হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা আনসার-ভিডিবি অফিসার শরীফ হাসানসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান তাঁর প্রিয় কর্মকর্তাদের কাছে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন। তাঁর চোখে মুখে হাসির ঝলক ফুটে উঠতে দেখাগেছে।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান স্টোক জনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ্যদিন যাবৎ অসুস্থ্য হয়ে ময়মনসিংহ ও ঢাকায় চিকিৎসা নিয়ে বর্তমানে শেরপুর নিজ বাসভবনে আছেন।