তথ্য প্রতিদিন = নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকার কথা নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, নতুন কারিকুলামে ভিন্নভাবে মূল্যায়ন করা হবে।
এসএসসি পরীক্ষা শুরুর দিন রোববার (১৪ নভেম্বর) সকালে মতিঝিল বয়েজ স্কুল কেন্দ্রে পরিদর্শনে গিয়ে সাংদিকদের প্রশ্নে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
নতুন কারিকুলামে জেএসসি পরীক্ষা হবে কিনা- প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম হলে জেএসসি থাকার কথা নয়। তখন ভিন্নভাবে মূল্যায়ন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী বছর থেকে নতুন কারকুলাম চালু করার কথা রয়েছে, যা পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে ২০২৩ সালের মধ্যে।
প্রাথমিক শিক্ষা বোর্ড গঠন নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে নিয়ে আমরা উভয় মন্ত্রণালয় বসে কথা বলবো।
পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র, mp news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল