এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
কাপড়ের ব্যাগে মোড়ানো এক ফুটফুটে নবজাতক। যেন চোখ খুলে থাকিয়ে আছে বিশাল নীল আকাশের দিকে। পৃথিবীর আলো বাতাস দেখতে পেলেও বাবা মা’য়ের মুখ দেখা তার কপালে জুটেনি। তবে কে এই নব-জাতক? এমন প্রশ্ন গ্রামবাসীর। আজ মঙ্গলবার সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার ইউপির কটালপুর গ্রামের ছোট ব্রীজের পাশে সদ্য ভুমিষ্ট এই নব-জাতক শিশুকে কে যেন ফেলে রাখে। এতে সকাল ৬ টার দিকে পাশ্ববর্তী বাড়ির শরীফ উদ্দিনের স্ত্রী খালেদা বেগমের কানে ভেসে আসে শিশুটি কান্নার সুর। তিনি এগিয়ে গিয়ে বিষয়টি দেখেন। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে ক্রন্দনরত অবস্থায় ব্যাগের ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যান। এমন খবর পেয়ে গ্রাম অঞ্চলের উৎসুক নারী-পুরুষ খালেদার বাড়ীতে ভিড় করেন। এক পর্যায়ে পাশ্ববর্তী নয়াগ্রামের সৌদি প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী সাজনা বেগম সেখানে গিয়ে উপস্থিত হন। পরে কুড়িয়ে পাওয়া ফুটফুটে এ নবজাতক কন্যা সন্তানকে সকলের উপস্থিতিতে আপাতত লালন পালনের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর সাথে সাথে পার্শ্ববর্তী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে শিশুটির প্রাথমিক চিকিৎসা পত্র গ্রহণ করেন। এ রির্পোট লেখা পর্যন্ত বাচ্চাটি সুস্থ্য রয়েছে। এক প্রতিক্রিয়ায় সাজনা বেগম জানান, নিষ্পাপ বাচ্চাটির কোন অভিভাবক না পেলে তিনি নিজ সন্তানের মতো লালন পালন করে মানুষ হিসাবে গড়ে তুলবেন।