১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ একজন গ্রেফতার
২২, নভেম্বর, ২০২১, ৫:৪১ অপরাহ্ণ - প্রতিনিধি:
জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ একজন গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
জানা যায়, মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃতে ২২ নভেম্বর (সোমবার) ভোরে র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার সোয়াল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জুয়েল মিয়া (২৮)-কে গ্রেফতার করে। সে ভালুকা উপজেলার চান্দাবো (চান্দাব) এলাকার মৃত আবুল কাশেম ছেলে। সে দীর্ঘ দিন যাবৎ অস্ত্র নিয়ে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, এবং জমি দখল, বেদখল নিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসিতেছিল। এসময় তার হেফাজত হতে ০১টি পিস্তল, ০১টি খালী ম্যাগাজিন, ০১টি মোবাইল সেট, নগদ-১ হাজার ৬শ’৫৫/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন।